কসম!
আর কোনো ফাগুনে দেখা হবে না।
চোখে চোখ রেখে কোনো কথা হবে না!
আর কোনো শ্রাবণে মেঘ হবো না
বৃষ্টির রিনিঝিনি সুর হবো না!


আর কোনো কবিতার ছন্দ হবো না
আর কোনো দিন চেনা গন্ধ হবো না!


আর কোনো রাত্রির সঙ্গী হবো না!
আর কোনো চেনা পথে যাত্রী হবো না!


কসম!
আর কোনো ফাগুনে দেখা হবে না!