এই শহরের চেনা পথ অচেনা হয়ে যায়!
চেনা চোখগুলো হয়ে যায় ঘোলাটে!
অচেনা পথ, পথিক, চোখ;
কালপুরুষ হয়ে রাতের আকাশে হাতছানি দেয়!
তোমার চোখে তাকিয়ে পথ খুঁজেছিল যে পথিক; ঘোলাটে চোখে তাকিয়ে পথ খুঁজে না পেয়ে আজ;
এই শহরের আকাশকে কাছে টেনে নেয়!