কবি: তোমাকে সাজাবো মস্তিষ্ক এর ভিতরের ভাবনা দিয়ে!
কবিতা: আমি তো তোমার চোখের মাঝেই থাকি।
কবি: তবে কি চোখ দিয়ে ভাবি!
কবিতা: হয়তো ভাবো, যা দেখো, তাই লিখো।
কবি: যদি অন্ধ হতাম তবে!
কবিতা: তবে তুমি মস্তিষ্ক দিয়ে আমায় গড়তে।
কবি: তবে কি হৃদয় দিয়ে লিখি না!
কবিতা: না কবিদের হৃদয় বলে কিছু নেই!
কবি: কবির হৃদয় কোথায়!
কবিতা: হয়তো মাথায়!
কবি: বুকের মাঝে হৃদয়ে যে ভালবাসা রাখি, তবে সে ভালবাসা কোথায় থাকে!
কবিতা: সে ভালবাসা হৃদয়ে থাকে না, মস্তিষ্ক এ থাকে!
কবি: তবে কি মস্তিষ্কেই ভালবাসা থাকে, হৃদয়ে না!
কবিতা: হুম।