তুমি আসলে আমার মন ভাল হবে।
মন খারাপের দিন যেনো ফুরায় না।
শূন্যতার ভিতরে বসে আছি
কর্মহীন পূর্ণো অবকাশে  
তুমি আসলে আমার মন ভাল হবে।
তুমি দুপুরের কষ্ট  হোয়ে
নরম বিকেলের সুখ হবে।
কিংবা ভিজে ঘাসের গঙ্গা ফরিং হয়ে
আমার হ্রিদয়ের হা হুতাস হবে।
শত দুঃখের মাঝে
আমার মুখের  এক চিলতে হাসি হবে-
কিংবা স্নান ঘরে কিশোরীর শঙ্ক ছাবি দেখে
আমার মনের কু অভিসন্ধি  হবে।
লজ্জানত মুখ পরিতৃপ্তির  হাসি হবে
তুমি আসলে আমার মন ভাল হবে।
তুমি না আসলে আমার দেহ
চন্দন কাঠের চিতার গন্ধ হবে।