স্নিগ্ধ রাখ পটভূমি-
অতীত ক্ষুধা-তোমার অতীত স্মৃতি
সাজায়ে রাখবে তুমি
তোমার মনের চাতক হয়ে
আসব আবার ফিরে  
ফাল্গুনের রাতের নিবিড়  অন্ধকারে।

কবরের  অন্ধকারে শুয়ে শুয়ে
ক্ষয়েছে সব হ্রিদয়  মৃতের হৃদয়
তবুও যতনে রেখেছি শুধু  তোমায় মনে  
অতীতের ব্যথার মতন।
আসিব আবার ফিরে
সন্ধ্যার নক্ষত্রের মতন
কিংবা নির্জন দুপুরে
কোন এক শালিকের বেসে।

অনেক ঘুমিয়েছি আমি  
পৃথিবীর মাটির নিচে
মন শুষে শুষে পড়ে আছে
তোমাকে মনে পড়ার মন  
মৃত হ্রিদয়ের মন।


স্নিগ্ধ রাখ পটভূমি
ফিরছি আমি
অনন্ত রাত্রির মতো।