হ্রিদয়ের দুকুল ভরা সপ্ন নিয়ে তোমাই ভালবেসিছি    
তারপর খোলা মাঠে ঝিরিঝিরি হাওয়া হয়ে নেচেছি,  
গহন অরণ্যে হেঁটেছি, নিল আকাশে পাখির মত ভেসেছি
এমনি করে আমার জীবন নদীকে বিশ্বাসের জলে ভরেছি।
কিন্তু প্রবঞ্চনায় ভরা তোমার প্রেম ,তোমার অবিশ্বাসী চুম্বন
কানায় কানায় ভরা নদির হটাত শূন্যতার মত হাহাকার জীবন।
বুকের মাঝে জ্বলে যে জীবন, পোড়ে যে নষ্ট যৌবন ।
টিমটিম- নিভুনিভু- দপদপ- করে জ্বলে শেষ একটি জীবন।