সবুজ তুমি সুখের মতো এক বোধ
সবুজ তুমি অবুজ মনের
সদা জাগ্রত দুটি চোখ ।
সবুজ তুমি ভিতরে বাইরে
পুড়ে মরা মানুষের এক মহাশোক
সবুজ তুমি ধর্ষিতা কে সাথে নিয়ে
নিরলস এক মহা জনরোষ
সবুজ তুমি মানুশের বেঁচে থাকার এক সবুজ অস্তিত্ব
সবুজ তোমাই পেয়ে অবলা নারী আজও
আঁধারের প্ররোচনায় বিসর্জন দেয়নি তাদের সবুজ সতীত্ব।
সবুজ তুমি নীল হলুদের বোন
তাই সাদা মনে আছি সর্বক্ষণ।