তোমার নীল মনকে আজও খুঁজি
সমুদ্রের নীল মরুভুমিতে
বনানীর বুক চিরে নিলাভ অন্ধকারে
নিঃসঙ্গতাই নিঃসঙ্গ হয়ে আজো খুঁজি  
খুঁজে পেলাম  না তাকে শেষে।
ক্ষণিক আভাস আসে বুকে
খুঁজেছি নক্ষত্রের আলোতে
জোনাকির আলোর মাঝে।
পদ্মপাতার বুকের ভিতর এসে।
খুঁজে পেলাম  না তাকে শেষে।


অপুষ্টিতে নষ্ট প্রাচীন প্রেমের শরীরে
মাতালের অনুভুতির সুখ মেনে  
বহু মানবীর শরীরের ভিতরে
খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে।
ছায়াপথ বেয়ে প্রবৃত্তিজাত নষ্ট মনে।