বৈশাখ এলো ঐ....,
বৈশাখ এলো;
নতুন বছরের সুচনা হলো।
বার মাসের এক বছর ঘুরে,
নতুনের সাঝে এলো বৈশাখ রে...!
তীর্বর গরমের এই যন্ত্রনায়,
বৈশাখকে বড় অশস্থি মনে হয়।
ঝড়-তোফানের বার্তা নিয়ে,
বৈশাখ এলো বছর ঘুরে।
বাংলা বছরের শুভেচ্ছা জানাতে,
বৈশাখ এলো সবার মাঝে।

বাংলা সাহিত্য পূর্ন করতে;
বৈশাখ এলো নতুন সাঝে।
নতুন ধানের গন্ধ পেয়ে,
বৈশাখ মেতেছে আনন্দের উচ্ছাসে।
পান্তা-ইলিশ আর লঙ্কা-পিয়াজ,
বাংলা সাহিত্যের পূর্ণ ইতিহাস।
আম-কাঁঠালের ডালি নিয়ে,
বৈশাখ এলো ঘরে ঘরে।
হালখাতা আর গঞ্জের মেলা,
অতিত স্মৃতি ইতিহাস হয়ে রয়।
বৈশাখের এই আল্তো হওয়ায়,
সারা দেহ, মন জুড়িয়ে যায়।

বৈশাখ এলে জাগে মনে,
কি যে, খুশির দোলা।
নতুন দিনের কল্পনাতে,
মনের দুয়ার খোলা।
হাজার স্বপ্ন ঘিরে,
বৈশাখ এলো ফিরে।
বৈশাখের ঐ মিলন মেলায়,
নতুন বছর ডাক দিয়ে য়ায়:
আমার স্মৃতি তোমার স্মৃতি,
হাজার স্মৃতির ভীড়ে।



[ সারথী, ♥ লেখা- ২৭.০৪.১৯৯৯ ]