ছোট্ট শিশু ছোট্ট মনি,
বয়স তোমার অতি অল্প জানি।
জন্ম থেকেই নামটি তোমার,
ছোট্ট খোকা ছোট্ট খুকু,
আসল নামে পাইনা কখনও,
তোমার পরিচিতি।

সবার কাছে আঁদর পেলে,
খুব খুশি তুমি হও তো বেসে।
সুযোগ বুঝে ধর তুমি,
হরেক রকম বায়না।
চাইলে তোমায় দিতে হবে,
তোমার চাওয়া পাওনা।
না দিলে তো তোমার কাঁন্না,
থামিয়ে রাখা আর যায় না।

ছোট্ট শিশু ছোট্ট মনি,
গান করো শুধু গুন-গুনানী,
মনের কথা প্রকাশ করো,
নানান কথার ছলে।
আদো-আদো মুখে বলো,
আব্বু-আম্মু যে।
তোমার কথা যায় না বুঝা,
মনের মত করে।

খেলা-ধুলায় পটু তুমি,
এটা-ওটা ভেঙ্গে।
দুষ্টুমিতে পাঁকা তুমি,
তাই তোমাকে নকল বুড়ো-বুড়ী বলে।
ছোট্ট বলে তোমার অনিয়ম,
সবায় মেনে চলে।
তোমার শিক্ষা দিতে গেলে,
জীবন যাবে যে চলে।

আম্মু তোমার শৈশব বেলার,
জীবন মরণ বন্ধু।
বাবার জীবন ছোঁয়ার,
তোমার আগামীর বতিঘর।

আম্মুকে ভবিষ্যতে দূরে ঠেলে,
নিজেকে করো না ধন্য।
তুমি চাঁদের কনা তুমি'ই মনি,
আব্বু-আম্মুর প্রানের স্বপ্ন তুমি।



[ সারথী, ♥ লেখা- ১৯.০৫.১৯৯৯ ]