বাবা তুমি আমার স্মৃতির পাজর,
তোমার ঘামে ভেজা শরীরের রক্তজল আমি।
জানি কোন জন্মেও, শোধ করা যাবে না তোমার ঋন;
আমার বেঁচে থাকার  কষ্ট সব... যার,
সেই আমার প্রিয় বাবা আমার মেরুদন্ড।

সেদিন আঙ্গুল ধরে হাঁটতে শেখা.....,
হোঁচট খেলে বলতো বাবা ঊৎ...;
সেই বাবা'ই আমার সামনে চলার শক্তিপথ।
জীবন চলায় যখনি মুখ থুবড়েছি.......;
বাবা তুমি ছিলে পাশে, রেখে ছিলে কাঁধে হাত,
দিয়ে ছিলে সাহসের হাত সানি,
বলে ছিলে আছি তো খোকা।
বুকের স্পর্শে আগলেছো তুমি,
রোজ কপালে দিয়ে আঁদর।
বাবা তুমি আমার স্বপ্নজাল..., আকাশ ছেঁয়ার চাঁদর।

মা বলতো...,
তোমার আস্কারাতেই আমি হয়েছি আস্ত বাঁদর;
আমার প্রয়োজন আপ্রয়োজনের আবদার মেটাতেই,
সেদিন তোমার সব ইচ্ছে গুলো, দিয়েছো নিজ শখের বলি।
তোমার শেখানো মিতব্যায়ী পথে,
আজ আমিও যে... চলি বাবা....!
তোমার আদর্শবাদী জীবনেতিবৃত্ত আজ আমার মাঝেও খেলা করে।
জীবন-চাহিদা সূত্রে বহুদূরে আজ আমি,
পরিশ্রমের মানে এখন আমিও বুঝি.... বাবা;
সে বেলার তোমার উপর অভিমান গুলো,
আজ আমাকে বেশ অপরাধী করে তোলে।
নিজেকে ভাবায়, হয়তো সৃষ্টিকর্তার কৌশলগত কৃপায় আমিও একদিন বাবা হতে পারি
সে দিন.......!

কাজের চাপে ভেঙে পড়া এ কাঁধে আজ তোমার হাতখানা খুঁজি বাবা...;
শ্রদ্ধেহ বাবা, তুমি আমার জীবনের অপর নাম অলিখিত যোদ্ধা।
বাবা আমার বটবৃক্ষ, প্রখর রোদের ছায়া।
বাবা মানে নির্ভরতা, অন্ধকারে পথের দিশা।
জীবন গলিকে চিনতে শিখা।
আদর-শাসন, আশ্রয়-প্রশ্রয় আর মমতায় মাখা আমার প্রিয় ‘বাবা’।

বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সব বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা।

সন্তানের কাছে বাবা মায়ের ত্যাগ সমান-সমান,
কম বেশি করার নয়......!
একজন যদি হৃদয় নিঃশ্ব করে, করে লালন,
অপরজন বুদ্ধি সাহস উজাড় করে ভালোবাসে, আগামীকে বাঁচিয়ে রাখার শপথ নেয়!
এই দিনে দুজনের প্রতি শ্রদ্ধা ও পায়ে হাত রেখে সালাম।
বাবা তুমি তোমার অপরাধী খোকা কে ক্ষমা করো।
জানি তোমাদের জন্য আমি কিছুই করতে পারিনী।
ক্ষমা করো বাবা, পারলে ক্ষমা করো।
ভালো থেকো।
সাবধানে থেকো।



[ সারথী, ❤️ লেখা: ২১.০৬.২০২০]