"

ব্যাক্তি এবং পারি-পারসিক অতি সাধারণ ইতি কথা গুলো,
ইতিতে... আর, থাকতে চাইছে না....।  
আবেগের গন্ডিকে বিস্ফড়ন ঘটিয়ে,
নিছক বিজ্ঞানের মাঝে নিজেকে উপস্থাপন করতে চাইছে।
মন কে বহুবার বুঝাবার চেষ্টা করেছি...
বয়স স্কেলে,
তুমি হয়তো, বেমানান......!
তবুও মনের আবেদন আর আবদার আমাকে, আবারও....,
গতি পথকে স্বরন করিয়ে দিচ্ছে..;
জীবন গল্প, কপাট ভেঙ্গে বাহিরের সচ্ছতা খুঁজতে চাই।
কলম কে দাঁড় করাতে ব্যার্থ, আমি।
আমি আবার লিখতে শুরু করি;
আবারও কুঁড়াতে শুরু করি,
জীবন স্তুপ থেকে ঝরে যাওয়া অগোছালো কথা গুলো।
বর্তমান দত্য সমাজে,
ভালোর অবস্থান শূন্যের কোঁটায়... ;
ভালবাসা, সম্মান এবং গ্রহন যোগ্যতা
একে অন্যকে পায়ের তালুতে পিষ্তে চাই।
অর্থ লোভী সমাজ ব্যাবস্থায়,
নিজের বিবেক ও যৌনতাতে ঘূণ ধরেছে।
রক্ত আর ধর্ম, স্বার্থের দৃষ্টিকোণে আশ্রিত!
তবুও দ্বায়িত্বের জায়গাতেও আমি কবি।





[সাারথী, ❤️ লেখা- ০৬.০৪.২০২৩ ]