প্রীতি তুমি নও'কো প্রীতি,
ভালোবাসার স্মৃতি।
তোমায় নিয়ে অনেক গল্প,
ডায়রীর পাতায় লিখি।
তোমায় নিয়ে ভাবি বসে,
ছবি আঁকি মনের গভীরে।
মনে মনে করি গল্প,
সবার কাছে বলি অল্প।
তুমি আমার জীবন মরণ,
বাঁচার বড় আশা।
তোমাকে ছাড়া আমার জীবনের,
নেই যে নতুন আশা।
প্রীতি তুমি নও'কো প্রীতি,
নও'কো কোন স্বপ্ন।
তোমাকে পেয়ে আমার জীবন,
তবেই আমি ধন্য।




[ সারথী, ♥ লেখা- ১৮.১১.১৯৯৮ ]