মনুষ্য স্বপ্ন শুধু মানুষের নিজেস্ব মনের আবিস্কার,
মানুষের হৃদয়ে লুকিয়ে থাকা স্বপ্ন কোষ মাত্র।
আমি তোমার চোখের আবেগী কৌতূহল দেখেছি,
তোমার রং করা ঠোঁটের উল্লাস দেখেছি।
তোমার মনের আনন্দ মুখর ইতিকথা অনুভব করেছি,
বৃষ্টির রিমঝিম শব্দে আমি তোমার কন্ঠস্বর শুনতে পাই।
বৈশাখী ঝড়ের মাঝে আমি তোমার অতিত দেখেছি।
পূর্ণীমার আঁধার রাতে তোমার প্রর্তিরছবি দেখেছি,
পায়ের আঘাতে ইটের তৈরী রাস্তায় ধসে পড়া ইটের গুড়া গুলো উড়তে দেখেছি।
আমি কচুরপাতায় ঢোলক বাজাতে শুনেছি,
পাখির কন্ঠে শিশুর কান্না শুনেছি,
আমি ফুলের হাঁসি দেখেছি।
এক অলৌকিক স্বার্নালী উল্লাসে,
আবিষ্কার করেছি স্বপ্নের বাসস্থাল।
স্বপ্ন শুধু স্বপ্নের জন্ম নেয়,
শত শত স্বপ্নের স্তুপ পড়ে আছে,
ঐ নীল আকাশের ঠিকানায়।




[ সারথী, ❤️ লেখা- ০৫.০৮.১৯৯৯ ]