রাত জেগে ভাবছি
তাদের কথা
যারা জীবন দিয়েছিল
বাংলা ভাষার জন্য।


যারা শহিদ হয়েছিল
এদেশ এবং এদেশের মানুষের জন্য।
যারা আত্মহুতি দিয়ে ছিলো
পল্লী মায়ের মুখে সোনার বাংলা শোনার জন্য।


তারা তো বেঁচে আছে
আমাদের হৃদয়ে
অমর দেবতা হয়ে।
আমি রাত জেগে তাদের কথা ভাবছি।


আমরা তাদের স্বরণ করি
এ মাসে... ২১শে ফেব্রুয়ারি'তে
আমি রাত জেগে ভাবছি
সেই গানের কথা।


আমার ভায়ের রক্তে রাঙ্গান
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভূলতে পারি ?
ও..মা তোর মুখের বানী....।


আমরা কি আজ...গাইছি না....?
ছোনা কিতনা ছোনা হে....,
আজ কেন'ই বা বেজে চলছে
এই আমর দেবতার দেশে'তে।


আমরা আজ আধুনিকতার অহং'কে
সমাজ ও জাতি সবাই ভূলে গেছি
সেই একুশে অক্ষর শহিদ'দের কথা
ভূলে গেছি মায়ের মুখের মধুর ভাষা।


কিন্তু.. আজও শহিদের আত্মা এসে নাড়া দেয়
আমাদের হৃদয়ের গর্ভিরে
তারা আমাদের ফিরে যেতে বলে
অমর দেবতার দেশে।



[ সারথী, ❤️ লেখা- ২০.০২.১৯৯৮ ]