টুনির বিড়াল বেজায় বাগী,
দুধ ছাড়া ভাত খায় না।
শুধুই শুয়ে সময় কাঁটায়,
বাহিরে সে যায় না।

রাগ করিয়া ছোট্ট টুনি,
বল'লে কিছু তাই।
গোঁফ ফুলিয়ে গর্ত খোঁচে,
ধারাল দু'টি পায়।

পিছনে তার বড়ই কালো,
মুখের দিকে সাদা।
হারিয়ে যাবার ভয়ে তাহার,
ঘন্টা গলায় বাঁধা।

টুনি তারে আঁদর করে,
নাম রেখেছে টম।
টুনির কোলে বসে ছাড়া,
খাই না সে এক'দম।

ঘরের মাঝে বসায় মেলা,
ইদুর মহাজন।
টম যে তখন ঘুমায় ক'ষে,
লেপের সিংহাসন।



[ সরথী, ♥ লেখা- ০৫.০৩.১৯৯৯ ]