প্রেমের পুষ্প কাননে
অতীব সঙ্গোপনে, মনেরই গহীনে
বসিয়া দুজন, সুজন পদ্মাসনে
কোলে মাথা, চুলে বিলি কাটা ,ভাসে স্বপ্নের বুননে।


এখন সবই বেমালুম ভুলে
স্বপ্নরা সব তাঁরা হয়ে আকাশে দোলে!
মিটিমিটি জ্বলে নিভে গগনের তলে,
সেতো অমাবস্যা চাঁদ, বন্ধি বাস্তবতার রোলে!


মধুর মধুর স্মৃতিকথা
বাড়ায়ে বুকে ব্যথা!
টনক নাড়া সুখস্মৃতি কেবলই অযথা!
তুষের অনলে, মনের দহনে পোড়ানো প্রেমগাঁথা!


ধুঁকে ধুঁকে প্রেম শোকে
মরমে মরে ঊষার মরুর ধূসর বুকে,
চৈত্রের খাক শুধায়, ব্যঙ্গাত্মক হাঁকডাকে -
কোথায় রাজপুত্তুর? নিবৃত্তে কাঁদে হিয়া, মাথা ঠুকে!


অবশেষে দরিয়া শুকিয়ে
নয়ন জল যায়  ফুরিয়ে,
কষ্টেরা অনড় -অটল ঠাঁই দাড়িয়ে!
অবজ্ঞা অবহেলা অস্তিত্বকে দেবে নাড়িয়ে!