সবাই ভুলে,
ভুলে না মোর হিয়া,
কোনবা ছলে
ভুলে গেলে ও পাষাণী প্রিয়া!


চুলের খোঁপা
হৃদে গাঁথা, আমিযে প্রাণ প্রিয়,
চক্ষুশূল-পথের কাঁটা,
হলেম বড়ই অপ্রিয়!


অঢেল ভাব
হলো রাফ - দৈন্যতার'ই প্রভাব!
দিনহীনতার অবতার
অলক্ষীর কৃপা, এই কি ছিলো পাপ?


পাপের তাপ -
ভুলে, চল করি অনুতাপ!
মান অভিমান -
ভুলে, রচিবো প্রেমের ধারাপাত!