তেলে জলে নাহি মিলে
সমানে সমান হলে
টেনে নেয় কোলে,
অসমতায় দূরে ঠেলে।


ছোট্ট মুখে -বড় বললে
কাঁটা ফুটে উনাদের গলে,
থু-মারেন ধিক্কারের ছলে
ঘৃনায় চক্ষু ললাটে তুলে।


চোরে চোরে জোড়া মিলে
ছিচকে চোরা পেটে তুলে,
পুকুর চোরা দলে বলে
ব্যাংকে একাউন্ট খুলে।


গরীব ধনবানের পদতলে
হুড তোলা রিক্সায় চলে
আয়েশের তালে পা দোলে,
ওরাও মানুষ যায় ভুলে।


ভালবাসা শিকেয় তুলে
যাতনার ভাগ ঠিকই মিলে,
গলায় গলায় ভাব হলে
ব্যঙ্গার্থে  তোষামোদ বলে।  


দুঃখ কিসে? নাইবা বড় হলে
ঠাঁই তবুও আকাশের তলে,
বাঁধবো বাসা সততার বট মূলে
মানুষপটে'র হীনমন্যতা ভুলে।