আকাশ-পানে উড়ছে ঐ
শকুনের ঝাঁক,
দৃষ্টি এদের নতজানু, যেথায়
ভাগাড়ে'র বাঁক!


ধনে মানে বড় রে তুই
মনটা'ও বিশাল রাখ,
ঘামে ভেজা রক্ত চুইয়ে
অপবিত্রতা ঢাক!


মিছে বড়াই - লড়াই থুয়ে
আল্লাহকে ডাক,
পাহাড় যথা গগন ছুঁয়ে
দাঁড়িয়ে নির্বাক!


মেঘেরা ভাসমান দূর অজানায়
বৃষ্টি রূপে জুড়ায় চৈত্রের খাক,
ভেসে শেষে পাহাড় চূড়ায়
ঝর্ণা বেশে পায় নদীরও বাঁক।


উচ্চ শিরে গর্বের অহমিকায়
মিথ্যে হাঁকডাক,
অহংকার কেবলি পতনের অভিপ্রায়;
নমনীয়তায় ধুয়ে মুছে যাক।।