কেমন করে করবো আমি ঈদ?
তোমায় হারিয়ে আজি আমার কাঁধ
হয়েছে চিৎ।।


নতুন জামা কুরবানির পশু but
মনে হাহাকার-
এসব শুনে আনন্দ করা মানায়
কি তোমার?


বিরহের চোটে হৃদয় আমার
ক্ষত বিক্ষত হয়েছে হায়,
এসব শুনে কেমনে তুমি নুপুর পরিবে পায়?


তুমি থাকবে
আনন্দে নতুন সঙ্গি পেয়ে,
আমার হৃদয়
কাঁদিয়া ফিরিতেছে তোমার
ভালবাসা নিয়ে।


ঈদ হল খুশির দিন আনন্দ সবার, সেই
ঈদে আবার আমি- কেন
হচ্ছি অধিবাসী অন্ধকার।।
তুমি খাবে
মাংস পোলাও আমি খাব কি?
খাবার
রুচি হারিয়ে আমি বেঁচে থাকার
দোয়া চেয়েছি!!


মোহনাকে হারিয়ে সাগর যখন নদির
দিকে চায়,
প্রানের প্রিয় নদি আমার
সাগরে না পতিতেই বিলিন হয়ে যায়।।
তাই বলি ভাল থাক নদি,
করিয়া সন্ধি তোমার প্রিয়জনের সনে।
তোমার কাছে কিছুই চাই না শুধু রেখ
মোরে মনে।।


('নদি, সাগর ও মোহনা' ছদ্দবেশি নাম
মাত্র।)