পৃথিবী কাউকেই আগলে রাখে না
বাবা মা এর  সাথে কোন তুলনাই চলে না ;
সময়ে আবির্ভাব নানা জনের মূর্তি
জোয়ার ভাটার খেলায় লুকানো নানা কীর্তি।


সকল সম্পর্কের দৈর্ঘ্য সীমাবদ্ধ
সময়ের মাপনী কিংবা স্বার্থের ঝাকুনিতে আবদ্ধ;
নিঃস্বার্থ ভালবাসা
বাবা মা ছাড়া আর কোথাও নেই প্রত্যাশা ।


জীবনের সাইক্লোনে আগলে রাখা;
বাবার ভরসা, মায়ের হাত;
অভিমানী সময়ে ছন্নছাড়া দিন, আশ্রয় ফুটপাত
একাকীত্বের ঠাণ্ডা প্রবাহে কাটে নিঃসীম রাত ।


দ্বারে দ্বারে পোড় খাওয়া জীবন
বিষণ্ণ যুবকের অবুঝ মন;
স্বর্গের আশ্রয় থেকে বহিষ্কৃত আদম
ইতিহাসের পুনরাবৃত্তি, যুবকের হৃদয়ে একই মাতম ।


কাছে থেকেও অনেক দূরে
দূরত্বের নুতন অভিধান;
সম্পর্কিত সম্পর্কগুলোর মাঝে কিছু ব্যবধান
যুবকের প্রায়শ্চিত্ত, ব্যথার প্রতিদান ।


মে ০৫, ২০১৮
কক্সবাজার