সবাই তার মৃত্যুর পাথওয়ে জানে না
আমি জানি
আমার মৃত্যুর পাথওয়ে;
ভয়ংকর রকম দুঃসহ আর অসহায় ভাবে হবে।


আজ আমি সিগারেট খাচ্ছি
পরে সিগারেট আমাকে খাবে;
আজ আমি সবার জন্য খেটে মরছি
পরে সবাই আমাকে ফেলে রেখে যাবে।


আমার ক্রনিক  ডিজিজ হবে
দীর্ঘদিন ধুকে ধুকে ভুগবো আমি;
নন-কমিউনিকেবল ডিজিজ, চিকিৎসা ব্যয় অনেক
অর্থাভাবে ভুগবো, যদিও প্রথমে থাকবে জনা তিনেক।


শেষ বিশ বছর কাটবে আমার
কোন এক বৃদ্ধাশ্রম কিংবা একা ঘরে;
একা বড্ড একা, নিকষ কালো অন্ধকারে
পেছন ফিরে দেখবো শুধু  কয়েক বছরের সুখটারে।


বৃদ্ধাশ্রমে যদি কাটে দিন ছোট্ট এক ঘরে
অর্থাভাবে তিন বেলা খাদ্য পাব নারে;
অপমান আর অবহেলা হবে আমার নিত্য সঙ্গী
হঠাৎ একজন আসতে পারে, আমার জন্য কষ্টে আছে এমন ভাবভঙ্গী।


মরতে চাইবো কিন্তু পারবো না,
শেষ কথাটি শোনার কেউই থাকবে না;
অমরত্ব চাইবো না, কাউকেই তখন খুঁজবো না
প্রার্থনা একটাই, মৃত্যুতে সুখ চাই।


নভেম্বর ১২, ২০১৭