আমার আর সময় নেই
বলা হবে না, যা বলতে চাই;
মন দিয়ে শুনে রাখ
আমি শুধু তোমাকেই চাই ।


আমার আর সময় নেই
করা হবে না, যা করতে চাই;
একবার সুযোগ দিয়ে দেখ
আমি নিজেকে শুধরে নিতে চাই।


আমার আর সময় নেই
লিখা হবে না, যা লিখতে চাই;
কাগজ কলম এগিয়ে দিয়ে দেখ
তোমাকে নিয়ে একটি অবিস্মরণীয় কবিতে লিখতে চাই।


আমার আর সময় নেই
শোনা হবে না, যা শুনতে চাই;
একবার ডাক দিয়ে দেখ
তোমার কাছেই ফিরতে চাই।


আমার আর সময় নেই
শেষ কাজটি করা হবে না, যা করতে চাই;
একবার হাতটি বাড়িয়ে দিয়ে দেখ
তোমার হাতে হাত রেখেই আমি মরতে চাই।

অক্টোবর ১৭.২০১৭