আমার জন্ম  ঠিক করে আমার ধর্ম
ধর্ম ঠিক করে দেয় আমার কর্ম;
কর্ম তৈরি করে আমার ভাবনা
ভাবনা  বলে আমার সম্ভাবনা ।


সমাজ ঠিক করে আমার চলার গতি
গতি ঠিক করে আমার নীতি;
নীতি বলে দেয় আমার জীবন রীতি
জীবন রীতিই ঠিক করে আমার সব প্রীতি।


আমার পরিবার ঠিক করে মূল্যবোধ
মূল্যবোধের মাধ্যমে আচার আচরন;
আচার আচরন বলে কোথায় হবে আমার বিচরন
নিজেকে খুজে না পাওয়ার আর নেই কোন কারন।


দেশের রাজনীতি ঠিক করে চিন্তার ধরণ
চিন্তার ধরন বলে আমার জীবন দর্শন
ভিন্ন দর্শনে গেলে হয় কারাবরণ
এদেশের দর্শন একটাই ক্ষমতায় আরোহণ।


আমি আসলে কোথাও ছিলাম না
সে কারনেই নিজেকে খুজে পেলাম না
আজও নেই, ভবিষ্যতেও থাকবো না
‘আমি’ ভাবনাটাই অবান্তর ভাবনা ।


অক্টোবর ১২, ২০১৭