আমি সুখী মানুষের চেহারা
চুরি করে মুখোশ ধারন করি
এবং ভাল থাকি

আমি নাটকের নায়ক নায়িকাদের
অভিনয় চুরি করে ধারন করি
এবং ভাল থাকি

আমি কষ্টে থাকা মানুষকে
এড়িয়ে চলি, কথা শুনেও লুকিয়ে রাখি
এবং ভাল থাকি

আমি কান্নাগুলো গিলে ফেলি
দহনের পোড়া দাগ ঢেকে রাখি
এবং ভাল থাকি

আমি হৈ হুল্লোর করে দিন পার করি
ভুলে থাকার চেস্টায় মেতে উঠি
এবং ভাল থাকি

আমি নিজেকে নিজের কাছেই আড়াল করি
চেতনায় অচেতনা্র ঘুম ঘুমাই
এবং ভাল থাকি


মিরপুর, ঢাকা
জুন ২৮, ২০২০