মানুষকে আশ্রয়হীন করতে পারি
ধর্মশালায় বক্তৃতা দিতে পারি;
গর্দান কেটে উল্লাস করতে পারি
আবার একটি টিকটিকি মরে গেলে কাঁদতে পারি।


তুমি পার না বলেই, তোমাকে বলে কবি
এড়িয়ে চল হোমরাচোমরা তাই তুমি গোবেচারা ;
তোষামোদ পার না তাই বড় হও না
সুযোগের ব্যবহার জান না তা জীবনকে উপভোগে পাও নয়া ।


আমি নারী মাংস উপভোগ করতে পারি
হিজাবের পক্ষে অনর্গল কথা বলতে পারি;
নারী স্বাধীনতায় বিশ্বাস করতে পারি
আবার মুলো ঝুলিয়ে ইশারা করতে পারি।


তুমি আগ্রাসী হও না তাই রক্ত মাংসের স্বাদ বোঝ না
কাছে পেয়েও হিংস্রতার আগুনে পুড়িয়ে দাও না;
দণ্ডের ব্যবহার জান না তাই দণ্ডায়মান থাক না
ভাষা বোঝ না তাই ইঙ্গিতেও সাড়া দাও না।


তেল মারতে পারি তাই তেলেসমাতি করি
রাতকে দিন করে নিজের আখের গোছাতে পারি;
পা চেটে ধুলো পরিষ্কার করতে পারি
আবার পায়ের রগ কেটে বক্তের বন্যা বইয়ে দিতে পারি।


আমি জানি কেন আমি এতটা পারি
যদিও সব পারি কিন্তু ঘুনে ধরে মরি;
কেবল একটি বিষয় আমাকে শেখানো হয়নি;
মনুস্যত্তের শিক্ষা আমি পাইনি।


জানুয়ারি ১৬, ২০১৭
কক্সবাজার