আমি আর আমার জীবন
কি একই?
নাকি ভিন্ন অস্তিত্ব
ভিন্ন তার মাত্রা?

আমি ছাড়া
আমার জীবন হয় কি করে
জীবন ছাড়া
আমার কোন অস্তিত্বই থাকে না

কিন্তু তবুও
আমি, আমার জীবন থেকে আলাদা
আমি আমার কাছে থাকি
জীবন থেকে অনেক দূরে
সখ্যতা আছে জীবনের সাথে

আমি, আমার সাথে সম্পর্ক
উপভোগ করি
উদযাপন করি
জীবনের সাথে করি বৈরিতা
তবুও আমরা এক সাথেই থাকি

কি অদ্ভুত নাহ?
কেউ জানে না
জীবনের সাথে নিজের সম্পর্ক কি
সম্পর্কের সম্পর্কটা
খুব অচেনা
আলো ছায়ার আধারে ঘেরা

আগষ্ট ১৭, ২০২১
মিরপুর, ঢাকা