১) যাত্রা পথ (অনুকাব্য)


সমান্তরালে দুটি পথ
যদিও এক আশা একমত।
দিন শেষে ফিরে আসা
নিজেদের একই বাসা।
নভেম্বর ০৭, ২০১৭


২) প্রকাশ  (পরমানু কাব্য)


প্রেম, বিরহ
কবিতায়, অহরহ
নভেম্বর ০৭, ২০১৭


৩) নিজেকে খোজা  (অনুকাব্য)


কেউ তো আছে , খুজে নিতে হবে
না থাকলে, শুন্যতায় তাকে পাবে
কিংবা ভাবনায় সে থাকবে
তাও না পেলে, নিজেকে খুঁজে পাবে ।
নভেম্বর ২৫, ২০১৭


৪) অহংকার (অনুকাব্য)


অভিযোগে,অভিমানে
কারনে, অকারণে
বিশ্বাসে, অবিশ্বাসে
আস্থায়, অনাস্থায়
ভালবাসার পরাজয়।
নভেম্বর ২৫, ২০১৭


৫) সংস্কৃতিতে বসবাস (অনুকাব্য)


নিজ সংস্কৃতিতে জন্ম
অন্য সংস্কৃতিতে ভাবনা
ভিন্ন সংস্কৃতিতে বসবাস
বিশ্ব প্রেমিক, নেই কোন আবাস।
নভেম্বর ২৬, ২০১৭


৬) কবির রকমফের (অনুকাব্য)


উদাসি কবি
দুর্নিবার কবি
রেনেসার কবি
আদৃত কবি
মঞ্জুবাক কবি
ভাবুক কবি
প্রসূন কবি
প্রবাসী কবি
কবির অন্নতা আছে, ভিন্নতা নেই, কবিতা লেখা হবি
এরা সবাই বাংলা কবিতা আসরের খ্যাতিমান কবি।
নভেম্বর ২৬, ২০১৭


৭) বোধ  (অনুকাব্য)


কিছু লোক অকারণে বড়লোক
সাইজ ছোট হলেই, হয় না ছোটলোক;
আবার ভাব থাকেলেই হয় না কবি
লেখাটাই হতে হবে একমাত্র হবি।
নভেম্বর ২৬, ২০১৭