আনুগত্য শিখে নিলে
এক কথায়, না চাইতেই সব মিলে;
ইঁদুর আর সিংহের মধ্যে বিভেদ থাকে না
মানুষ এবং অমানুষ অচেনা থাকে না ।


আনুগত্য শিখে নিলে
অস্তিত্বের লড়াইয়ে স্বস্তি মেলে;
পরাজিত হবার ভয় থাকে না
অন্যকে হারিয়ে দেয়ার আশংকাও থাকে না ।


আনুগত্য শিখে নিলে
চিরস্থায়ী বন্দোবস্ত মেলে;
জেন্ডার বৈষম্যের প্রশ্ন থাকে না
রোবট আর মানুষের মধ্যে পার্থক্যও থাকে না ।


আনুগত্য শিখে নিলে
স্বর্গের হুরপরি ইহজগতে মেলে;
প্রকাশ্য আর গোপনের মধ্যে বিভেদরেখা থাকে না
অসম্মানিত কিংবা অপমানিত হবার ভয়ও থাকে না ।


আনুগত্য শিখে নিলে
গোপন এবং নীরব সমর্থন মেলে;
রাতকে দিন, দিনকে রাত বানানো কঠিন থাকে না
একে অপরকে আস্থায় রাখার প্রমাণও থাকে না ।


এপ্রিল ০১, ২০১৮
কক্সবাজার