সমস্যাগুলো হাত ধরাধরি করে আসে
প্রতিদিনের যন্ত্রণায় থাকে মিশে;
জীবনটাকে বেঁধে রাখে আশটে পৃষ্ঠে
একেকটি দিন পার করি অভিনয়ে হেসে হেসে।


কষ্ট গুলো গভীর রাতে আসে
ভেঙে চুরমার করে নিমিষে;
রাতের ভয়ে দিনে লুকিয়ে থাকি
আকাঙ্ক্ষিত একটি দিনের স্বপ্ন আঁকি।


প্রেম কিংবা বিরহ আমায় ভাবায় না
জীবনের মানে খুঁজে পাই না;
কিছু প্রশ্নের উত্তর আজও জানি না
কেন আমার ক্ষেত্রেই ঘটে মানতেও পারি না।


অনেক পাওয়ার মাঝেও কি যেন নেই!
সবার থাকলে, আমার কেন থাকতে নেই?
আমার জন্যই কেন এত নিরীক্ষা
আমাকে নিয়েই কেন স্রষ্টার এত পরীক্ষা?


সৃষ্টির রহস্য বুঝি না
অনেক চেষ্টা করেছি, কিনারা পাই না;
একটি উত্তর না পাওয়া অবধি স্বস্তি না পাই
ভাল আছি বলি, আসলে আমি ভালো নাই।


জানুয়ারি ০১, ২০১৮
কক্সবাজার