প্রতিদিন ভোরকে উপেক্ষা করি
সকালকে ব্যস্ততম করে তুলি;
ভোরের সিগ্ধতা মাড়িয়ে দিই নির্মমতায়
অজানা কি পেতে চাই, ছুটি কিসের আশায় ?


ভোরের আলো, একটি দিনের সুচনা;
একটি ইচ্ছের সম্ভাবনা;
একটি অস্তিত্বের জানান দেয়া;
সম্পর্ক আগলে রাখার  নুতন প্রস্তাবনা ।


দিনের পর দিন ভোরকে উপেক্ষায় রাখা
সকালের উজ্জ্বলতায় সম্ভাবনার রেখা;
দুপুরের তীব্রতায় জ্বলে উঠার স্বপ্ন আকা
রাতের উষ্ণতায়  পেছনের সব ভুলে থাকা ।


ভোরের সিগ্ধতা, কোমলতা যেমন
উপেক্ষার ভয়াবহতা বিপরীতমুখী তেমন;
ভুল শোধরানোর তীব্র আকাঙ্ক্ষা
আরেকটি ভোরের  জন্য কেবলই  অপেক্ষা ।


অক্টোবর ২৬, ২০১৭