আশ্রয় শব্দের বৃহৎ পরিসরে
মাঝে মাঝেই ভাবি অবসরে;
অল্প কিছুদিন থাকার জায়গা পাওয়া
নিদেন পক্ষে কোথাও রাত্রিতে থাকা ।


কোন একটা সুযোগ করে দেয়া
কিংবা অর্থনৈতিক সাহায্য নেয়া;
রাজনৈতিক ভাবে উদ্বাস্তু হয়ে পরা
অন্য দেশে ঢুকতে পাহারা কড়া।


মানবিকতার ছায়ায় হয়তো বা আশ্রয় পাওয়া
দেশি বিদেশী সাহায্যে বেঁচে থাকা;
এসবকেই সাধারনভাবে আশ্রয় বলি
একটু জায়গা দিয়ে আশ্রায়ন প্রকল্প গড়ি।


এসবই বস্তুগত আশ্রয়, প্রয়োজন আছে
প্রশ্রয় ছাড়া আশ্রয় পুরোটাই মিছে;
আশ্রয় এবংপ্রশয় মিলে মিশে থাকে
দুটোরই প্রয়োজন জীবনের বাঁকে বাঁকে ।


বাবা মায়ের আশ্রয়ে প্রশ্রয়ে সন্তান বড় হয়
প্রেমিক প্রেমিকা এদুটোর কারনে খুব কাছে রয়;
স্বামী স্ত্রীর কাছে আশ্রয় অপেক্ষা প্রশ্রয় প্রাধান্য
আশ্রয় এবং প্রশ্রয় একসাথে বৃহৎ পরিসর; জীবন ধন্য।


বস্ত এবং অবস্তুগত, দুটোকে একসাথে আশ্রয় বলে
কেই তা পায় আবার কেউ তা হরিয়ে ফেলে;
আমার কোনটাই নেই, কোনদিন ছিলও না
ভবিষ্যতে থাকার সম্ভাবনাও দেখি না;


আশ্রয়হীন মানুষের অনুভুতি
একমাত্র আমিই অনুভব করি;
আশ্রয়হীনতার কষ্ট একমাত্র আমিই বুঝি
তাই আজও আশ্রয় খুজে ফিরি।


জানুয়ারি ০১, ২০১৮
কক্সবাজার