[আরও একটি মাইলস্টোন ছুঁয়ে গেলাম, ১৫০তম কবিতা প্রকাশ হল আজ ]


আমার আর হয়ে উঠা হল না
সফলতা
জনপ্রিয়তা
বিখ্যাত
নিদেন পক্ষে, কারো কাছে প্রিয় মানুষ
কোনটাই না;


আমার আর হয়ে উঠা হল না
পরোপকারী
সমাজসেবী
স্বেচ্ছাসেবক
কমপক্ষে প্রিয় বাবা, ভাই, ছেলে, বন্ধু কিংবা সহকর্মী
কোনটাই না;


সময়ের দাবি, চাওয়া পাওয়া কিন্তু
পরিশ্রান্ত, ক্লান্ত আমি;
ক্ষমতার অনলে পোড়া দগ্ধ
তলানিতে পরে থাকা, অপচয়ের ভাত সিদ্ধ;
জেনেটিক মানচিত্রে ভুল অংকন
আমার আর হয়ে উঠা হল না, ভুরু কুঞ্চন।


মেলে না, মেলানো যায় না
না পেরে উঠার যুদ্ধ;
বিচ্ছিন্ন সময়ের স্রোতে অবগাহন
দ্বৈত সত্তায়,  একক মাত্রা;
প্রতিদিনের নিরুৎসাহ জীবনের, যাপিত সময় তত্ত্ব
আমার আর হয়ে উঠা হল না, বিমূর্ত অসহায়ত্ব।


ফেব্রুয়ারি ২১, ২০১৮
কক্সবাজার