চোখের সামনে একটু দূরে
নির্লজ্জ চাহনির বাইরে;
জীবন্মৃত কঙ্কালগুলো রিলিফ ক্যাম্পে ঘোরে
কপালে রোহিঙ্গা উদ্বাস্তু ছাপ মেরে ।


বেহায়া জীবনের অসহায় চাওয়া
মরতে মরতে বেঁচে যাওয়া;
কাঠফাটা রোদের উতপ্ত দুপুরে
একমুঠো চাল নিয়ে ফিরে, জীবনের সতীত্ব হারিয়ে ।


দেখি অবুঝ মনের কোণে
শিশুগুলো হেসে খেলে নিজ মনে;
জন্মের দাগ মুছে, নুতন ছাপ কপালে
বেহায়া জীবনে অভ্যস্ত নিজের অস্তিত্ব ভুলে।


কিশোরী মেয়েটি বসে থাকে আনমনে
অন্তর দহন ক্ষনে ক্ষনে;
প্রেমিকের রক্ত ঝরে চোখের জলে
দু টুকরো লাশ, পেছন ফিরে দেখতে পেলে ।


মৃত ভবিষ্যতের গায়ে আঁচড় কাটে কিশোর
অচেনা রাজনীতির নুতন শহর;
রাত জাগা ঘুম ঘুম চোখে
নিজেকে দেখতে পায় না বেহায়া জীবনের সুখে ।


জীবনের ছবি আঁকছে না কেউ
রিলিফের ভারে ভারাক্রান্ত মানবতার ঢেউ;
হাত বোলানো মাথায় মরিচা পড়ার ভয়
রাজনীতি অবুঝ মানুষগুলো চিরকাল অবুঝই রয়।


এপ্রিল ২৩, ২০১৮
কক্সবাজার