ভবঘুরে জীবন হয়, মানুষ হয়
ভাবনা হয়?
সুতো ছেঁড়া ভাবনাগুলোই ভবঘুরে
তাইতো মনে আঁকা রয়।


ভাবনার যৌক্তিকতায়
প্রায়োগিকতার সুযোগ হারায়;
গরুর পাল মাঠে চড়ে বেড়ায়
দিন শেষে নীড়ে ফেরে, যাবর কেটে রাত কাটায় ।


ব্যস্ত জীবনে চাওয়াগুলো একের পর এক, গাড়ি
বাড়ি, নারী, একটু বেশী হলে তাড়ি;
দর্শন, বিজ্ঞান, নৃবিজ্ঞান কি দরকার?
ঘুষ, পকেটে রেখে নামাজ, ইহকাল- পরকাল একাকার ।


জীবনের প্রতি পদে ধর্ম থাকা চাই
বাস্তবতার বাইরে গিয়ে, সঠিক কিছু ভাবতে নাই;
অন্যায়গুলো ধর্মীয় মোড়কে মজবুত রাখতে তাই
যৌক্তিক ভাবনাগুলো, পাগল বলতে দ্বিধাও নাই।


ভবঘুরে ভাবনারা, নিঃসীম অন্ধকারে ঘোরে
গাধা, গরু, ছাগল উল্লাসে ফেটে পরে;
অভিভাবকহীন আদর্শ
কর্ষণে, ধর্ষণে, ভাবনাগুলো বিমর্ষ ।  


এপ্রিল ২৭, ২০১৮
কক্সবাজার