জীবনের নানা রকম নাম,নানা চিত্র
লিভ টুগেদার, আধুনিকতার মিত্র;
বিবাহিত, একঘেয়ে জীবন আর কত?
অবিবাহিত, আক্ষেপ!বিবাহিত জীবন যদি হত!


বিবাহিত, অবিবাহিত দুরকম জীবন
কোনটাই মেনে নিল না আমার মন;
ভিন্ন এক জীবন, বিবাহিত ব্যাচলর
মুক্ত জীবন, কাউকে দিতে হয় না কর।


পরকীয়া, সাময়িক আনন্দ, দায়িত্ব কম
প্রয়োজন শুধু রিস্ক নেয়ার দম;
সেক্স টুরিস্ট,কল গার্ল, আরও কত নাম
মূক্তমনা, বন্ধুত্ব নামে হালাল সব কাম।


আধুনিক সভ্যতায় সব চলে, সবই ভাল
যুগের পর যুগ, এক সাথে থাকা, নেই আলো;
আগের নিয়ম, পুরনো, একঘেয়ে, ম্যাড়মেরা
আজ এর আছে, কাল ওর কাছে, জীবন ছন্দে ভরা ।


ভাল মন্দ এত ভেবে লাভ নেই
নৈতিকতা আর শৃঙ্খলার প্রয়োজন নেই;
এক জীবনে সব ভোগ করতে চাই
শুধু বিবাহিত হাওয়ার লাইসেন্সটা থাকা চাই।


ডিসেম্বর  ১০, ২০১৭