মিথ্যের বেসাতি, প্রশংসার ছড়াছড়ি
আগে বলতে চাওয়ার হুড়োহুড়ি;
বিদায়ী মানুষটি ফেরেশতার কাছাকাছি
বিদায় অনুষ্ঠানে এমনটাই দেখে থাকি ।


গতকাল যাকে তাড়াতে চেয়েছিল
আজ তার বিদায়ে কান্নার রোল পড়লো;
অভিনয়ে কেউই কম নয়
একে অপরকে ছাড়িয়ে রয়।


বিদায় বেলায় সর্ব গুনে গুনাগুন
একটু আগেও ছিল অথর্ব, বেগুন;
বছর জুড়ে অলিখিত শত্রু, ল্যাং মারা
বিদায় বেলায় বক্তৃতা, আজ আমি বাকহারা।


বিদায়ী অনুষ্ঠানের জন্যই অপেক্ষা
মোক্ষম সুযোগ, ভাল মানুষী সাজা;
না চাইলেও, বাধ্যতামূলক অংশগ্রহন
মিথ্যের বাজারে, অনিচ্ছার অবগাহন।


মানুষ দুবার ফেরেশতা তুল্য হয়
বিদায় অনুষ্ঠানে একবার, সবাই এমনটাই কয়;
মৃত্যুর পরে, কবরে যাবার ঠিক আগে
আরেকবার ফেরেশতা হয়, দেখতে চায় আগে ভাগে।


জানুয়ারি ১১, ২০১৭
কক্সবাজার