কর্ণ কুহরে নীতি বাক্যের ধ্বনি
উচ্ছল জীবনের হাতছানি;
এদিক ওদিক না তাকালে পুরোটাই বোকামি
দিন শেষে জয়জয়কার, কৌশলী ভণ্ডামি ।


আপেক্ষিকতাবাদে বিমল আনন্দ
নির্দোষ ফরমায়েশে নান্দনিক ছন্দ;
ব্রাকেট বন্দী জীবনের অপ্রয়োজনীয় দ্বার বন্ধ
মধ্যরাতে বেহুশ হাল, চারপাশে আর্টিফিশিয়াল গোলাপের গন্ধ।


চেনা জীবনের অচেনা খেলা
ওয়ান ওয়ে ট্রাফিকে, সুচতুর মানুষের মেলা;
মানবিকতার ছদ্মাবরনে যায় যে বেলা
উপযোগিতাবাদের ক্যালকুলেসনে ভরপুর ছলাকলা ।


পজেটিভ ডেসক্রিমিসানে উন্নয়ন গতি
সামাজিক বেষ্টনী, স্বল্প বাজেটে ইতি;
পক্ষ-বিপক্ষ, জাত-পাতের ছন্দপতন নিঃশ্বাস
কারো পৌষ মাষ, কারো আবার সর্বনাশ ।


ক্রমাগত পরিবর্তন, ছদ্মবেশী একাত্মতা
লক্ষ কোটি মানবপ্রেম আর ভালবাসার কবিতা;
সিগারেট এর বিজ্ঞাপনে ফুসফুসের বীভৎসতা
চেনা মানুষের অচেনা ভিতরটা, বিধবস্তত বাস্তবতা !!


এপ্রিল ২৮, ২০১৮
কক্সবাজার