আজ ৮ই মার্চ
পুরো পৃথিবী ব্যস্ত, নারী দিবস উদযাপনে
আমি নারী দিবসের কোন অনুষ্ঠানে যাই না, ইচ্ছে করেই যাই না;
নারীর তথাকথিত স্বাধীনতা কিংবা পরাধীনতা, কোনটাতেই আস্থা পাই না ।

বিকিনি পরা নারী আমাকে টানে না
হিজাব পরা নারী,আমার স্বপ্নে থাকে না;
ম্যান, উইম্যান, হিউম্যান, তিন প্রজাতি
অস্তিত্বের লড়াইয়ে, হিউম্যানের থাকে না গতি।

পুঁজিবাদ অন্তর্বাসকে করে বহির্বাস
আবার মৌলবাদ, বহির্বাসকে করে, অন্তর্বাস;
কৌশলে কৌশলে পরাজিত মানুষ
আধুনিকতায় বন্দি দশা, থাকে না হুশ।

পুঁজিবাদ মৌলবাদ, কৌশলী খেলোয়াড়
খাপ খোলা তলোয়ার;
স্বার্থ যুদ্ধে একে অপরের ছাড়
প্রভাবিত মানুষের গতি, এপার নয়তো ওপার।

বিকিনিতে স্লিম ফিগার
হিজাবের নীচে, দুধে আলতা স্কিন কালার;
পুঁজিবাদের বিস্তার, সুখের অন্ন
পরকাল অনন্তকাল, মৌলবাদের কৌশল ভিন্ন।

মার্চ ০৮, ২০১৮
কক্সবাজার