প্রতিষ্ঠানের জন্ম হয় মানুষের প্রয়োজনে
অনেক মানুষের নিরলস শ্রম আর আয়োজনে;
ইট কাঠ দেয়াল অনেক কিছুই থাকে
দিন শেষে মানুষই সব পরিকল্পনা আকে;


নীতি শ্রদ্ধা আর আদর্শে টিকে প্রতিষ্ঠান
পারস্পরিক সম্মান থাকা দরকার টানটান;
বিশ্বাস শ্রদ্ধা আর আস্থায়, প্রতিষ্ঠানের গতি
কেই একজন অমান্য করলেই, ঘটে ইতি;


হাজার বছরের পুরনো প্রতিষ্ঠান ‘বিয়ে’
টিকে থাকতো পারস্পরিক সম্মানবোধ দিয়ে;
কেবল দুটো মানুষ নয়, দুটো পরিবারের মিলন
সম্প্রিতি বজায় থাকতো আজীবন;


আধুনিকতার ছোঁয়া, পাশ্চাত্যের হাতছানি
প্রয়োজনে সঙ্গীকে ছোট করার কৌশল জানি;
বিত্তের উষ্ণতা, ভুল শিক্ষার অহংকার
বিয়ের প্রয়োজন দেখি না, খারাপ কি লিভিং টুগেদার;


নারী শিক্ষার প্রসার, উত্তরণ আর ক্ষমতায়ন
পুরুষ আধিপত্যে এক ভয়ংকর আক্রমন;
নারী অধিকার, সমানাধিকার নাকি মানবাধিকার
কোনটা কেন চাই, কখন চাই, জানি না কি দরকার;


বিয়ের দরকার কি, মার্কেটে আছে সব আয়োজন
টাঁকা থাকলেই কেনা যায় শরীর কিংবা মন;
আত্মার আত্মীয় কিংবা আত্মীয় স্বজন
সেসব ত আর দরকার নেই, আগে যা ছিল প্রয়োজন;


আজ এখানে কাল ওখানে, ছুটে চলাই জীবন
ভোগের নিমিত্তে মধ্যরাত অবধি ক্লাব উদযাপন;
শেষ পরিনতির হিসেব নাই, সাময়িক সুখ কুড়োয়
‘বিয়ে’ নামক প্রতিষ্ঠানের প্রয়োজন ফুরোয়।


অক্টোবর ২৮. ২০১৭