যা বলা হয়নি তাকে
তা আজও বলি না;
বলার আর প্রয়োজন মনে করি না
প্রয়োজনের বাধ্যবাধকতায় থাকি না।


যা বলা হয়নি তাকে
তা নিজেকে শুন্য করে;
কেন বলা হয়নি, প্রশ্ন জাগে মনে,
উত্তরের সময় গেছে পেরিয়ে, অনেক আগে।


যা বলা হয়নি তাকে
তা থেকেছে নিজের মনে;
বয়সের ভার গেছে বেড়ে
এক জীবন কতটা আর নিতে পারে?


যা বলা হয়নি তাকে
বলতে চেয়েছিলাম কোন এক ফাঁকে;
সময়ের হেরফের আর বাস্তবতা
জানা হয়নি, তার মনে ছিল কোনটা?


যা বলা হয়নি তাকে
কেউই না জানুক, এমনকি কবিতাতে;
এখন বললে একটু ঝুঁকি থাকে
হবেও না বলা, জীবনের শেষ বাঁকে?


বলা হলে কি হতে পারতো ??????


জানুয়ারি ২৩, ২০১৮
কক্সবাজার