আমি বয়সের ঘাড়ে চেপে বসেছি
বয়সকে আলিঙ্গন করেছি বন্ধুত্বে
বয়স আমার সাক্ষি থাকছে
আমার স্বপ্ন ভাঙা-গড়ার খেলার কাছে
প্রতিনিয়ত পরাজয়ের সাথে
আমার উঠে দাঁড়াবার লড়াইয়ের পথে
বয়স আমার সাথে সাথেই চলেছে
আমার তিক্ততার সঙ্গী হচ্ছে
আমার হেরে যাবার পেছনের গল্পের সাথে
প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রামের পথে
বয়স আর আমি একই সাথে চলছি
টুকরো টুকরো
আনন্দ বেদনা কাব্যের সাথে
যখন, যেমন, যাচ্ছি যে পথে
আমি বয়সের ঘাড়ে চেপে বসেছি
বয়সকে আলিঙ্গন করেছি বন্ধুত্বে
বয়সের সাথে বোঝাপড়া করেই
আমার টিকে থাকা
বয়সের সাথে মনোমালিন্যেই
আমার পথ হয় আঁকাবাঁকা
বয়সের গতির সাথেই
আমার জীবনের উত্থান এবং ছন্দ পতন
বয়সের সামাজিক সীমানা পেরোলেই
একদিন চলে যাবো বৃদ্ধাশ্রম
আগষ্ট ২৮, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা