আমি শ্রম আর মেধা বিক্রি করি
মনুষ্যত্ব বিক্রি করি না,
তবে এখন যাও
কাল থেকে আর অফিসে এসো না।


আমি কাজ বুঝি, সময়ে করি
ডিপ্লোম্যাসি জানি না;
তবে আর চাকরি কেন
মাঠে হাল চাষই কর না।


আমি মনে নেই, মেনেও নেই
মানিয়ে নিতে পারি না;
তবে তো বিপদ অনেক
তোমাকে নিয়ে আর পারি না।


আমি দায়িত্ব বুঝি, সহযোগিতায় থাকি
ল্যাং মারতে পারি না;
এসব তো অফিস কালচার
কিছুই দেখি বোঝ না।


আমি মানুষ বুঝি, অফিস বুঝি
ক্ষমতা চর্চায় থাকি না;
ম্যানেজমেন্ট এর পালস বোঝ না;
তোমাকে দিয়ে হবেই না।


ফেব্রুয়ারি ১৫, ২০১৮
কক্সবাজার