চেনা জীবনের অচেনা বাঁকে
নিঃসঙ্গতা থরে থরে সাজানো থাকে;
চেনা মানুষগুলো অচেনা লাগে
হিংস্র নখের আঁচড়, খুব মনে পরে।


চেনা জীবনের অচেনা বাঁকে
প্রিয় মুখগুলো ঝাপসা লাগে, একে একে
বিশ্বাসহীনতার ছায়া থাকে পথে পথে;
অনেক দামে সহযাত্রী কেনা লাগে।


চেনা জীবনের অচেনা বাঁকে
উত্তাল ঢেউয়ে বিবেক হারানোর আশঙ্কা থাকে;
কিছু উদাহরন মন শান্ত রাখে
অবস্থানে টিকে থাকার মনোবলও আঁকে;


চেনা জীবনের অচেনা বাঁকে
খাপ খাওয়ানোর তাগিদ থাকে;
একের পর এক বিসর্জনের ইঙ্গিত আসে
উপায়হীনতায় অন্যরা নির্মল হাসে।


চেনা জীবনের অচেনা বাঁকে
সব হারিয়ে যখন একা একা লাগে;
কেবল একজনই সাথে থাকে
হৃদয়ের বাঁধন ছিল যার সাথে অক্টোপাসে।


জানুয়ারি ১১, ২০১৮
কক্সবাজার