মানুষের বদলে যাওয়া দেখি
চিন্তায় থাকি না, বাস্তবতা মানি;
মুখোশ পরা অমানুষের ছায়া দেখি
আঁতকে উঠি, কারো সর্বনাশ শুনি।


মুখ ও মুখোশের দূরত্ব জানি
এদেশটা যেন মুখোশের খনি;
চেনা অচেনার বাঁধ থাকে না
স্বার্থপরতা কোন জাত মানে না।


শিক্ষার বোতলে মুখোশ আটে না
কৃষকের ঘামে তৈরি বাজেটের মান থাকে না;
শিক্ষার মুখোশ নাকি মুখোশের শিক্ষা
পরিবারগুলো ভুলে গেছে দিতে নৈতিক দীক্ষা।


মানুষ অমানুষ আর মুখোশ
প্রথমটা বেশী নেই আর, যুগের আপোষ
পরেরটা মন্দের ভাল, স্বীকারোক্তি নির্দোষ
শেষের টা ভয়াবহ, নুতন এক শ্রেণী বিশেষ।


কেউ ভাবে জীবনের নিরাপত্তা মুখোশ
তাই শেষ বয়সে থাকে বেহুঁশ;
মসজিদ আর দান খয়রাত ভরসা
স্পষ্ট জবান, ক্ষমা পাবার নেই কোনই আশা।


জানুয়ারি ১১, ২০১৮
কক্সবাজার