চেতনার মিটারে মাঝে মাঝেই
সতেজ ঝংকার
নিমিষেই মিলিয়ে যায়
ক্ষুধার্ত সুর্যের আগ্রাসনে

এক চিলতে চাঁদের মতই
নিজের অস্তিত্ব জানান দেয়
তখনো বেঁচে থাকা
মগজের নিউরনের সবুজ সংকেত

দুর্বল সংকেতে চেতনার বিনাশ
জিইয়ে রাখা জীবন সংগ্রাম
অস্তিত্বের লড়াইয়ের টানাপোড়ন
নিস্তেজ সময়কে অতিক্রমনের চেস্টা

অবশেষে………


জানুয়ারী ১১, ২০২১
মিরপুর, ঢাকা