পৃথিবীর এত কিছু বুঝি
সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি;
হঠাৎ থমকে গিয়ে, চূড়ান্ত প্রশ্ন করি
মানুষ কি বুঝি??নিজেকে খুজি!!!


নিজে বুঝি, শিক্ষকতায় অন্যকে বোঝাই
সব বুঝেছি এমনভাবে নিজেকে ভাবাই;
মধ্য বয়সে আবার ফিরে তাকাই
আসলে মানুষই বুঝিনি, অহেতুক গর্বে বুক ফুলাই।


পঁচিশ বছর নিজের ঘরে, নিজের পরিবারে
চেনাই হল না, কাটলো জীবন তাদের ঘিরে;
আরও বছর বিশেক, কেটে গেল তারই সাথে
না বুঝেও একই ঘরে, একই পথে ।


ভেবেছিলাম, অন্তত সে ত আমার খুবই চেনা
অনেকটা সময় আর অশ্রুর দামে কেনা;
তাকে নূতন করে দেখি, এত চেনা তবুও অচেনা
হিসেব মিলে না, জীবনের সব দেনা পাওনা।


চেনা জানা কিংবা বোঝা পোড়া কেন হয় না
আজও জানি না, আর হবে না জানা ;
পালানো যাবে না, সমাজের ভয়ে আটকে পরা
বাকিটা জীবন এমনই যাবে, ছদ্মবেশী বোঝাপড়া ।


অক্টোবর ২১. ২০১৭