আমি ছুয়ে দিলে কষ্ট পাও
আবার নিজে নিজেই আমার ছোঁয়া চাও;
চাওয়াগুলো অস্পষ্ট
নিয়ন্ত্রনহীন ইচ্ছেগুলো থাকে না একনিষ্ঠ।

পিঠে হেলান দিয়ে বসে থাকা
দুর্গম পথে মন চলে আঁকাবাঁকা;
হঠাৎ ছুঁয়ে দিলে মন
অপ্রত্যাশিত প্রত্যাশার আগমন ।

শরীর ছুঁয়ে দিলে বীভৎসতা
মন ছুঁয়ে দিলে?
রঙিন স্বপ্নে ডানা মেলে পাখা
ইনিয়ে বিনিয়ে স্পর্শে থাকা।

মুখোমুখি, চোখের গভীরতায় হারালে
রক্তিম আভায় নিজেকে জড়ালে;
শুন্য দূরত্বে, কাছে থাকার অনুরণনে
যথারীতি ইচ্ছের প্রকাশ, অনিচ্ছার আবরণে।

ছুঁয়ে দেয়ার, হিসাব বিজ্ঞান
প্রকাশ্যে অপ্রকাশিত, নারীর জাদুকরী জ্ঞান;
পুরুষের চাওয়াগুলো সরলীকরণ
নারীর মন আবিষ্কার, জ্ঞানের নুতন মেরুকরণ ।

মার্চ ১৯, ২০১৮
কক্সবাজার