সেদিনের সেই সত্য
আজ মিথ্যে না হলেও
ভুল মনে হয়

সেদিন ছিল উজ্জ্বল
গাঢ় রঙয়ে রাঙানো
এখন ম্রিয়মান, ধূসর

সত্য ও সুন্দরের ব্যাপ্তি
কতদিন হতে পারে,
ধারনা আছে?

সীমানা ছাড়িয়ে যাবার সীমা
আছে নিশ্চই
দিনশেষে সূর্যটাও তলিয়ে যায় সমুদ্রের গহ্বরে

কোন গ্যারান্টি কি আছে কোথাও?
কেবলই গোলক ধাঁধাঁ
নিরন্তর অহেতুক ছুটে চলা !!!!

জানুয়ারী ৪, ২০২১
মিরপুর, ঢাকা